বিশেষ প্রতিনিধি \ সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দীপাঞ্চল গাবুরার চকবারা পল্লীর ইয়াসিন আলীর ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার করল বন বিভাগ। এ সময় কাউকে আটক করতে পারিনি বলে জানিয়েছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ছবেদ আলীর পুত্র ইয়াছিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ফ্রিজ থেকে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা। ওই এলাকার জেলে আব্দুর রহিম বলেন, ছবেদ আলীর পুত্র ইয়াসিন সহ একটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয় নিয়ে এসে তার মাংস বিক্রি করে থাকে। ইতিপূর্বে গাবুরা থেকে একাধিকবার হরিণের মাংস সহ হরিণ শিকারীরা আটক হয়েছে তারপরও থামছে না হরিণ শিকার। সাতক্ষীরা রেঞ্জ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াছিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ফ্রিজ থেকে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। আটকৃত হরিণের মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।