বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইটসেভার্স এর অর্থায়নে উপজেলা প্রশাসন ও বারসিক এর সহযোগিতায় সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে শ্যামনগর মডার্ণ স্কুল চত্ত্বরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়ে। উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। চক্ষু ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ শহীদুলাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ সাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক আলহাজ্ব জি এম আকবর কবীর, সাংবাদিক জাহিদ সুমন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও’র সদস্য স ম ওসমান গনী সোহাগ।