বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় বক্স কালভার্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামে হামিদের দোকানের নিকট মেন্দিনগর খালের উপর ১১৫ মিটার দৈর্ঘ্যর বক্স কালভার্ট আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়। ২০২৩—২০২৪ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পে ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৩৩,১৭,৯৫১ টাকায় বক্স কালভার্টটি তৈরি করা হয়। প্রায় ১১শ মানুষ দীর্ঘদিন ধরে চলাচলের চরম দূর্ভোগের পর মেন্দিনগর খালের উপরে সেতুবন্ধনে আবদ্ধ হয়ে খুবই সন্তোষ প্রকাশ করেছেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্স কালভার্টটি উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। এসময় উপস্থিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্ল্যাহ আল—রিফাত, ইউপি সদস্য রাশিদুল ইসলাম, ইউপি সদস্য দেলোয়ার হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত করেন মেন্দিনগর জামে মসজিদের ইমাম মোঃ কামরুল হোসেন।