বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত আলোচনা সভায় আওয়ামী মৎস্যজীবী লীগ উপজেলা শাখার সভাপতি মোহিত কুমার মন্ডল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক মোঃ আইয়ুব আলী খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, প্রভাষক সন্তোষ কুমার মন্ডল, মোঃ আব্দুল আলিম, আফসার আলী মিস্ত্রি, রজব আলী, বিমল মন্ডল, আব্দুর রশিদ, আঞ্জুমানয়ারা, সুজাতা রানী মন্ডল, কিনারাম মন্ডল, আব্দুল বারেক, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। সভায় বক্তারা, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক, ন্যায় ভিত্তিক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।