বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, ক্রিড়াকে আঁকড়ে ধরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৩ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রী কলেজ মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার ১২টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রিড়া প্রেমী দর্শক শ্রোতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফাইনাল খেলায় বালিকা দলের মধ্যে ৩৬ নং আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ১৬৫ নং মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ০-৫ গোলে ১৬৫ নং মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। বালক দলের মধ্যে ১৬৫ নং মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ১৭৭ নং ঈশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ের ভিতরে কোন গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ২-১ গোলে ১৭৭ নং ঈশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। উক্ত খেলায় উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হক এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এ কে এম জাফরুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ইন্সট্রাক্টর ইউ আর সি শ্যামনগর এম এম কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সহ-সভাপতি বাবুলাল মিস্ত্রি, আলহাজ্ব আবুল কাশেম, আজগার আলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, শাহিন হোসেন ও জহরুল হক। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন শিক্ষক মোঃ আব্দুল হামিদ।