বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: ‘বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশের ন্যায় শ্যামনগর উপজেলায় উন্নয়নশীল দেশ উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আয়োজনে উপজেলা মডার্ন স্কুল চত্বর শহীদ সুরেন মঞ্চে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরবর্তীতে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।