শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

শ্যামনগরে বসতভিটা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটছালা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুর রাজ্জাক গাজী (৫০) নামে একজন নিহত হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক হাটছালা গ্রামের মৃত অমেদ আলীর পুত্র। এঘটনায় শ্যামনগর থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, হাটছালা গ্রামের অলিউল­ার পুত্র আজিজুল, কাশেম সরদারের পুত্র ইয়াকুব আলী সরদার, মোকসেদ আলীর স্ত্রী সাহিদা খাতুন ও অলিউল­ার স্ত্রী নাজমিন বিবি। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ১৫ অক্টোবর শনিবার সকাল ৮টার দিকে ভুরুলিয়া হাটছালা গ্রামে জমি জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। নিহতের ছোট ভাইয়ের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, তারা শনিবার ভোরে নিজস্ব জমিতে কাজ করছিল। এসময় একই গ্রামের অলিউল­াহ তরফদারের পুত্র আজিজুল তরফতদার, ইয়াকুব আলী, এরশাদ গাজীর স্ত্রী নুরজাহান, অলিউল­াহ তরফদারের স্ত্রী সাহিদা বেগম তাদের উপর অতর্কিত হামলা করে। এছাড়া আজিজুল তরদফদার পিছন দিক থেকে তার ভাসুরকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। আঘাতের ফলে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। এলাকাবাসী সুত্রে জানাযায়, আব্দুর রাজ্জাক গাজী ও মোঃ অলিউর তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে আব্দুর রাজ্জাক ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর বানানোর চেষ্টা করে। এ সময় অলিউল­াহ তরফদার ও তার ছেলে আজিজুলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহতের জামাই রওশন আলী জানান, ১৬ বছর আগে জমি কিনে বসবাস করে আসছে আমার শ্বশুর। শশুরের দখলে থাকা জমির উপর আদালত সম্প্রতি স্থিতাবস্থা জারি করেন। শনিবার সেখানে ঘর বাঁধতে গেলে অলিউল­াহ তরফদারের জামাই এরশাদের নেতৃত্বে কৃষ্ণনগর থেকে আসা ২৫-৩০ জন লাঠিয়াল তাদের ওপর হামলা করে। এসময় আমার শ্বশুরের মাথায় হামলাকারীদের লাঠির আঘাতে জ্ঞান হারানোর পর তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পূর্বক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com