বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কর্মি টি এস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টায় ছাত্রশিবির শ্যামনগর থানা পশ্চিম শাখার আয়োজনে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার হল রুমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বাছাই কৃত কর্মিদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মি টি এস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রশিবিরের সদস্য আমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওঃ মোঃ রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ ইমামুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল মাজেদ, মোঃ রবিউল আওয়াল, মোঃ আব্দুল হক, মোঃ হাসান আল মামুন, রেদোয়ান, ইলিয়াসুর, নাঈমুর রহমান, আব্দুল কাদের, মুজাহিদ, আবু হাসান সহ থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীকে নিজের এবং অন্যের জীবন গঠনের জন্যে অবশ্যই টি এস করতে হয়। সাথে সাথে প্রত্যেক কর্মীকে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হয় এবং তার জন্যে নিয়মিত কিছু সময় ব্যয় করতে হয়। প্রত্যেক জেলা, শাখা ও উপশাখা সভাপতির সাংগঠনিক দায়িত্বের মধ্যে রয়েছে সভাসমূহ পরিচালনা, পরিকল্পনা তৈরি, কর্ম বন্টন ও কর্মী পরিচালনা, বিভিন্ন বিভাগের কাজের তদারকী, ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে কর্মীদের এগিয়ে আনা, কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট দেখা এবং উর্ধ্বতন সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করা।