বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির উপজেলা শাখার আয়োজনে শাখার অস্থায়ী কার্যালয়ে ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে আঃ সাত্তার গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির কেদ্রীয় কার্য্যনিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, রুহিত দাস, মোঃ ফজলুল হক, জয়দেব মন্ডল, ব্রজেন মন্ডল, মহাসীন গাজী, মনোরঞ্জন মন্ডল, বারেক গাজী, কিনারাম মন্ডল প্রমুখ। সভায় বক্তারা, মৎস্যজীবি জেলে নিবন্ধন তালিকা হালনাগাদ কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে উক্ত কার্যক্রমে নিয়োজিত দায়িত্বশীলদের যথা সম্ভব সহযোগিতা করার জন্য সংগঠনের সকলকে অনুরোধ জানানো হয়। মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন কমিটি সন্মেলনের মাধ্যম কমিটি গঠন ও কয়েকটি ইউনিয়ন কমিটি পুণ:গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেলে পল্লী সহ সকল ইউনিয়নে মৎস্যজীবি জেলে সামাবেশ করার সিদ্ধান্তও গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্সীগঞ্জ ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সুজাতা রানী মন্ডল।