বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে বাইস ট্রান্সপ্লান্টারে সাহায্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৯ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩/২৪ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বোরো (হাইব্রিড) সমলর চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের নিমিত্তে বাইস ট্রান্সপ্লান্টারে সাহায্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিচ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাইস ট্রান্সপ্লান্টারে সাহায্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান টুটুল, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল প্রমুখ।