বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনা মূলক (ক্যাম্পেইন)/প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ আগষ্ট বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় শ্রেনি কক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজা-জামান সাইদ, জাইকার প্রতিনিধি আসমাউল হুসনা, শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল সাত্তার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান। উক্ত অনুষ্ঠানে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনা মূলক নাট্য পরিবেশন করা হয়।