বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার চিংড়াখালীতে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সমাজ কল্যাণ কমিটির আয়োজনে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতাধীন সক্ষমতাবৃদ্ধিমূলক উপ প্রকল্পে এবং উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপণায় উপজেলা সদর চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান এর সভাপতিত্বে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্যাহ, প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শেখ ফজলুল হক প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।