বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর রমজাননগর ইউনিয়নে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির আয়োজনে ভেটখালী বাজারে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণের উপস্থিতিতে পথ সভায় রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুজ্জামান শহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ্যাডঃ আশেক ই এলাহী মুন্না, বিএনপির অন্যতমনেতা গাজী শাহ আলম, কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুব খোকন, রমজাননগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মজিদ, সহ—সভাপতি মোঃ আবু হানিফ, মোঃ রবিউল ইসলাম লিটন, আব্দুল আলিম, মোঃ মফিজুর রহমান মফু, মোঃ আরিফুল ইসলাম সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।