বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার পরানপুরে বিদ্যুৎস্পৃষ্টে নূরুল ইসলাম গাজী (৫৪) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পরানপুর গ্রামের মৃত জিয়াদ আলী গাজীর পুত্র। স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানায়, গতকাল ৯ ফেব্র“য়ারি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার নিজ মৎস্য ঘেরে মোটর দিয়ে পানি দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকোর ছায়া বিরাজ করছে।