বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে বসতবাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার বুড়িগোয়ালিনী আবাদচন্ডিপুর গ্রামের মৃত মানিক গাজীর পুত্র আব্দুল জলিল গাজী (৪৭) বসতবাড়িতে কাজ করার সময় বিদ্যুৎ এর তার বুকের ডান পাশে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। তার স্ত্রী দেখতে পেয়ে সাথে সাথে লোকজন ডেকে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ বাজারের আরজে নামক একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায় এবং সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ নাজমুল হুদা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।