বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালীতে বৈদ্যুতিক স্পৃষ্ট হয়ে মোঃ শুকর আলি (৪২) নামে এক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কৈখালী বৈশখালী গ্রামের মৃত আনছার ভাঙ্গির পুত্র। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ১৮ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় ইউনিয়নের জয়াখালী ব্রীজ সংলগ্ন চেয়ারম্যান মোড়ে অবস্থিত কামরুল সুপার মার্কেট এর প্রোঃ মোঃ ওমর আলীর বিল্ডিংয়ে রাজমিস্ত্রীর শ্রমিক হিসাবে প্লেষ্টার কাজ করার জন্য বাঁশের ভারা (সিঁড়ি) তৈরি করার সময় অসাবধানতাবসত বাঁশের একাংশ বিদ্যুতের ৩৩ কেভি লাইনে স্পর্শ হয়ে আকস্মিক ভাবে বিদ্যুৎ পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, বিদ্যুৎ শর্ট সার্কিটে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাগরিব বাদ জয়াখালি ব্রিজ সংলগ্ন স্কুল মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।