বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজের গুণগত মানন্নোয়নের লক্ষ্যে নির্মাণ শ্রমিকদের (রাজমিস্ত্রি) সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুম উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলার ৬০ জন নির্মাণ শ্রমিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী প্রকৌশলী কে এম শহিদুল ইসলাম, ইউ ডিএফ আসমাউল হুসনা প্রমুখ। ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন।