বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন পদে কর্মরত ৩৬ জন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অবসরজনিত বিদায় সংবর্ধনা স্মারক ও বিদায়ী উপহার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিদায় সংবর্ধনা প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন হুসাইন শাফায়াত, জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক রওশনারা জামিল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, মেডিকেল অফিসার প্রবীর মুখার্জি প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন।