বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বিভিন্ন মামলায় ৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এবং শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে থানার একটি চৌকশ আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১বছরের সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন, ৬ মাসের সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন, জিআর পরোয়ানাভুক্ত ৬ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন সর্বমোট ৯ জন আসামীদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উপজেলার নওয়াবেকী গ্রামের মোঃ কাশেম গাজীর পুত্র মোঃ রবিউল ইসলাম ডাবলু, নূরনগর গ্রামের মৃত গোলাম সিদ্দিকের পুত্র মোঃ আমীর হামজা মিঠুন, জাদবপুর গ্রামের মোঃ শাহাদাত আলী শেখের পুত্র মোঃ আসরাফ, পশ্চিম বিড়ালক্ষী গ্রামের ফরমান সরদারের পুত্র নূর হোসেন, বড় কুপট গ্রামের উদয় কৃষ্ণ মন্ডলের পুত্র বিশ্বজিৎ কুমার মন্ডল, একই গ্রামের মৃত গৈর মন্ডলের পুত্র উদয় কৃষ্ণ মন্ডল, উদয় কৃষ্ণ মন্ডলের পুত্র শিবালী মন্ডল, পাতড়াখোলা গ্রামের আবুল হোসেনের পুত্র আলম গাজী, একই গ্রামের সোনা গাজীর পুত্র আলমগীর হোসেন। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, অভিযান পরিচালনা করে থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ৯ জন আসামীকে গ্রেফতার পূর্বক শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।