বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল ১৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসাবে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন সহায়তা প্রকল্প অর্থায়নে ইউনিয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের, ইউপি সচিব মোঃ নাজমুল আলম প্রমুখ।