বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার উপহার প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিডিওর বাস্তবায়নে এবং শেয়ার ট্রাস্টের অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার উপহার প্রদান করা হয়। মেন্টরিং সংস্থা উত্তরন এবং সুন্দরবন কোয়ালিশনের আওতায় হুইল চেয়ার উপহার অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার উপহার প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা হিসাব রক্ষণ অফিসার হোসনেয়ারা খাতুন, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ, হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, আফজালুর রহমান সবুজ, হুজাইফা আল বাদশা, মুন্না, সাদি প্রমুখ। এসময় বিশেষভাবে সক্ষম ৩ জন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।