বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ১১ জুলাই ২০২৩ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল ২০ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী প্রমিলা বালা গাইন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরোজা পারভীন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক সুকন্ঠ কুমার মন্ডল, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল গনি মোল্লা, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বুড়িগোয়ালিনী, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ ও শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক লে.কর্ণেল (অব:) মোঃ মোজাহেদুল হক, মেডিকেল অফিসার ডাঃ এলিজাবেথ সরকার, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ অর্পণ রায় প্রমুখ।