বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “একটা পৃথিবী, আসুন বাঁচি প্রকৃতির ছাদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউএসএআইডি, ওয়ার্ল্ড ভিশন, সামস, ফ্রেন্ডশিপ, সিডিও, সুশীলন, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবক বৃন্দের উপস্থিতিতে পরিবেশের উপর একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরে থেকে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে উপকূলীয় অঞ্চলের প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষার অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বারসিক কর্মসূচি কর্মকর্তা গাজী আল ইমরান।