মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

শ্যামনগরে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ” যা টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জোন ট্যরিস্ট পুলিশ এর আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে টুরিস্ট পুলিশ, জনপ্রতিনিধি, পর্যটনবাহী ট্রলার মালিক সমিতি ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বুড়িগোয়ালিনী খেয়াঘাট থেকে একটি র‌্যালি বুড়িগোয়ালিনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুরিস্ট পুলিশ জোন অফিসে এসে শেষ হয়। এসময় সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশের এস আই সুজিত কুমার দাশ বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে গতিশীল করতে এবং পর্যটকরা যেন স্বাচ্ছন্দে টুরিস্ট স্পটগুলো সুন্দরভাবে ভ্রমন করতে পারে সেজন্য পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সব সময় নিয়োজিত আছে ও থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com