এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় বিশ্ব বাঘ দিবস ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৯ জুলাই শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সংবাদকর্মী উপজেলা প্রশাসন ও বন বিভাগের সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় তিনি বলেন, বাঘ আমাদের দেশের সম্পদ। আমাদের সকলের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা। সুন্দরবন বাঁচলে আমাদের উপকূলীয় বাসী সহ আমরা বাঁচবো। বিধায় আমাদের সকলের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা। আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক মোঃ ওয়াছিউল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ-জামান সাইদ, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী, সদ্য বিদায়ী বন সংরক্ষক এম এ হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর প্রমূখ।