বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিশ্ব ‘মা’ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের দপ্তর প্রধানগণ, মহিলা সংস্থার নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, উপজেলা তথ্য আপা কর্মকর্তা শিরিন শিলা, প্রশিক্ষক শাহানা পারভীন প্রমূখ। সভায় বক্তারা, বিশ্ব ‘মা’ দিবসে কোন মায়ের যেন অসম্মান না হয়, কোন মা যেন বৃদ্ধাশ্রমে না যায় সেদিকে প্রত্যেক সন্তানদেরকে লক্ষ্য রাখতে হবে, মাকে ভালবাসতে হবে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এটা মেনে সবাইকে মায়েদেরকে তদারকি করতে সকলকে আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝুমুর ব্যানার্জি।