বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা (শ্যামনগর কালিগঞ্জ আংশিক) আসনে আ’লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য, আ’লীগ নেত্রীবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দের উপস্থিতিতে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আ’লীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন। মতবিনিময় কালে তিনি শুরুতে আ’লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা আ’লীগ দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ একই সুত্রে গাঁথা। মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। দলীয় স্বার্থে, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে সকলের মধ্যে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করার আহ্বান জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ জিহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মুজিবুর রহমান, চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, চেয়ারম্যান শেখ আল মামুন, স ম আব্দুস সাত্তার ও মোঃ মোশারফ হোসেন, সুশান্ত বিশ্বাস বাবুলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম।