মেহেদী হাসান সোহাগ আটুলিয়া শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড় কপুট গ্রামের লাল তালিকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাফিজুর রহমান (৭৫) পিতা মৃত জামাল উদ্দিন গাজী। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরের অধীন সাতক্ষীরা’র আবাদেরহাট এলাকায় একজন সশস্ত্র যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। তার একটি পুত্র ও একটি কন্যা আছে। মেয়েটি মানসিক প্রতিবন্ধী। সরজমিনে খোজ নিয়ে জানা যায় জরাজীর্ণ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি ২০২৩ সালে তৎকালীন সরকারের আমলে সমাজসেবা অফিস থেকে তাকে ঘর দেয়ার জন্য তার কাছে ১৫ হাজার টাকা দাবি করে, কিন্তু তিনি সেই টাকা না দেওয়ায় এক নম্বর তালিকায় তার নাম থাকা সত্ত্বেও তিনি সরকারি ঘর পাননি বলে অভিযোগ করেছেন। তিনি যে মাসিক ভাতা পান তা দিয়ে কোন রকমে তাদের সংসার চলছে। তিনি অনেক আক্ষেপ নিয়ে বলেন মৃত্যুর আগে হয়তো নতুন ঘরে বসবাস করে যেতে পারব না।