রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্যামনগরে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক, রাজনীতিবিদসহ বাঙালী জাতির মেধাবী সন্তানদের হত্যা করে। পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর হাতে নৃশংসভাবে প্রাণ হারানো দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্মরণ করে গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বীর মুক্তিযোদ্ধা স্তম্ভে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সরকারি, বেসরকারি কর্মকর্তা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় মোমবাতি প্রোজ্জ্বলের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com