শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

শ্যামনগরে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচী উদ্ভোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের উদ্যোগে সবুজ উপকূল গড়ার প্রত্যয়ে বৃক্ষ বিতরন ও রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৪ টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে অবস্থিত শরুব ইয়ুথ টিমের নিজস্ব কার্যালয়ে এস এম জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, পৃথিবী পরিবর্তনে তরুনদের এগিয়ে আসতে হবে। বেশি বেশি সবুজ উদ্ভিদ রোপণ করে দেশকে সবুজ দেশে রুপান্তরিত করতে হবে। তরুণরা পারবে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে। এসময় উপস্থিত ছিলেন শরুব ইয়ুথ টিমের উপদেষ্টা মোঃ নূরউদ্দীন সরদার, আলহাজ্ব আবু বাসেত সরদার, মাওঃ আলমগীর কবির সহ শরুব ইয়ুথ টিমের সদস্যবৃন্দ। উলে­খ্য ৬০০ দরিদ্র পরিবারকে ১ টি করে ফলজ বৃক্ষ এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ টি ফলজ চারা বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com