বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বেড়িবাঁধ কেটে লোনা পানি তোলায় অবৈধ পানি তোলার গেট ও পাইপ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নূরনগর ও কৈখালী ইউনিয়নে ওয়াবদার বেড়িবাঁধ ছিদ্র করে অবৈধভাবে পাইপ ও গেট স্থাপন করে লোনা পানি উত্তোলন করায় হাইকোর্টের নির্দেশে উক্ত অবৈধ পানির কল গুলো বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, লেবার-শ্রমিক দের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুলাহ। এসময় তিনি নূরনগর ও কৈখালী ইউনিয়ন এর সকল পানি উঠানো অবৈধ সুইজগেট ও পাইপ গেট গুলো মাটি দিয়ে মুখ বন্ধ করে দেন। এবিষয়ে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুলাহ দৈনিক দৃষ্টিপাতকে জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নূরনগর ও কৈখালী ইউনিয়নে অবৈধ পানি উত্তোলনের সুইজগেট ও পাইপ গেট গুলোর মুখ শক্ত মজবুত করে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে অবৈধভাবে যদি কেউ লোনা পানি উত্তোলন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে এই অভিযান উপজেলার সকল ইউনিয়নের পরিচালনা করা হবে।