এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় বৈধ কাগজপত্র না থাকায় সেবা ক্লিনিককে সিলগালা করা হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর সোমবার জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা এর নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা এর তত্ত্বাবধান ও উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান শ্যামনগর সদরে অবস্থিত সেবা ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ-সময় ভূয়া লাইসেন্স ব্যবহার, চিকিৎসক বিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, এনেস্থিসিয়া দেয়ার ট্যাকনিক্যাল লোক না থাকা, সদ্যোজাত শিশুকে বাইরের খাবার দেয়া, রেজিস্ট্রার ম্যানটেইন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ বিভিন্ন অনিয়মের কারনে সেবা ক্লিনিক সিলগালা করে দেয়া হয়। এ ক্লিনিকে থাকা রোগীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আর এম ও ডাঃ মোঃ তরিকুল সহ তার টিম উপস্থিত ছিলেন। শ্যামনগর থানার একটা চৌকস টিম মোবাইল কোর্ট এ সহযোগিতা করেন। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।