মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

শ্যামনগরে বৈধ কাগজপত্র না থাকায় আনিকা প্রাইভেট ক্লিনিক সীলগালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বৈধ কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অভিযোগে আনিকা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় শ্যামনগর সদরের মডার্ন স্কুল সংলগ্ন অবস্থিত আনিকা প্রাইভেট ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে সিলগালা করে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, একবার বন্ধ করে দেয়ার পরে একই ক্লিনিক ভিন্ন নাম দিয়ে পরিচালনা, ভূয়া লাইসেন্স ব্যবহার, চিকিৎসক বিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, ডিপ্লোমা করা নার্স না থাকা, এনেস্থিসিয়া দেয়ার ট্যাকনিক্যাল লোক না থাকা, রেজিস্ট্রার ম্যানটেইন না করা, ওটি রেজিস্ট্রার এ ডাক্তারের স্বাক্ষর না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ নানা অনিয়মের কারনে আনিকা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়েছে এবং ক্লিনিকে থাকা রোগীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আর এম ও ডাক্তার মোঃ তরিকুল ইসলাম সহ তার টিম, মোবাইল কোর্টের টিম সহ শ্যামনগর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com