বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত থেকে ভারতীয় ঔষধ সহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় সীমান্তে টহল দানকালে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুবেদার মোঃ মতিউর রহমান প্রামানিক এর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কৈখালী স্লুইজ গেটের পশ্চিম পাশ হইতে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ সহ উপজেলা কৈখালী গ্রামের হাবিবুল্যাহর পুত্র আলামিন (২০) ও মোঃ হাফিজুরের পুত্র সাব্বির হোসেন (১৯)কে আটক করে। এসময় চোরাচালান পরিবহনকাজে ব্যবহৃত ১টি ভারতীয় হিরোহোন্ডা মোটর সাইকেল এবং কাটুন ভর্তি আমদানী নিষিদ্ধ ৬ লাখ ৮৯ হাজার ৯২৫ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ভারতীয় এ্যালবুমিন ইনজেকশান, কটিকট্রোফিন ইনজেকশান সহ ডায়াবেটিস ও এনজাইম ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ঔষধ, মোটরসাইকেল ও আটককৃত চোরাচালানীদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, ভারতীয় ঔষধ, মোটরসাইকেল সহ দুই চোরাকারবারীকে বিজিবি সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করেছে। এঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং ১২। আটককৃত চোরাচালানকারীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।