বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ গতকাল বিকালে কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে গনসংযোগ করেন। বিগত পাঁচ বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বসাধারণ জনগণের ডাকে তিনি উপস্থিত হয়েছেন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চলে। সুখে দুঃখে মানুষের সাথে নিরবে, নিভৃতে, সরবে মানুষের সাথে মিশেছেন। সর্বদা হাসি মাখা মুখে মানুষের সাথে কথা বলেছেন। সততার সাথে বিচার কার্যক্রম পরিচালনা করে উপজেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে ভাইস চেয়ারম্যান থেকে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। এসময় তিনি উপলব্ধি করেছেন এলাকার জনগণের জন্য কিছু করতে হলে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে নয় সরাসরি উপজেলা চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। নিজেকে মেলে ধরার জন্য সরকারের অভূতপূর্ব সাফল্য জনগণের মাঝে তুলে ধরার জন্য বিভিন্ন প্রচার-প্রসার ও গনসংযোগ করে চলেছেন। সেই ধারাবাহিকথায় তিনি গতকাল পরানপুর কাঁচা বাজারের ব্যবসায়ী ক্রেতা জনপ্রতিনিধি সহ সাধরণ মানুষের সাথে গণসংযোগ করেন।