বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে হাঁস-মুরগি, মুদি মালামাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল ৩০ আগস্ট বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬ জন ভিক্ষুককে পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মুদি মালামাল, চা সামগ্রী, নগদ অর্থ ও ১জনকে হাঁস-মুরগি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুদি মালামাল, চা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।