শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

শ্যামনগরে ভোক্তা অধিকার আইন সম্পর্কে গণসচেতনাতা উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ভোক্তা অধিকার আইন ২০০৯ সম্পর্কে গণসচেতনাতা উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ আগষ্ট রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ এর আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের কর্মকর্তা, ঔষধ ফার্মেসি, বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, এসআই আহাদ, ইউজিডিপি প্রকল্পের ইউডিএফ আসমাউল হুসনা, ঔষধ মালিক ফার্মেসির পক্ষে থেকে হাফেজ মোঃ শহিদুল ইসলাম, ডাঃ মোঃ দবির উদ্দিন, হোটেল মালিকের পক্ষ থেকে ছাকাত আলী প্রমুখ। সভায় বিভিন্ন পণ্যের মেয়াদ উত্তীর্ণ, পণ্যের অতিরিক্ত দাম, ওজনের পরিমাণ কম দেওয়ার বিভিন্ন শাস্তি সহ ভোক্তা অধিদপ্তর আইনে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com