বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল সোমবার ভোর ৫ টায় উপজেলার আটুলিয়া কাছারীব্রিজ বাজারে মমতাজ উদ্দিন গাজীর পুত্র শাহিনুর রহমানের মেসার্স সুবাইতা নামীয় মুদির দোকানে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে দোকান মালিক মোঃ শাহিনুর রহমান জানান, ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসলিরা আমার মুদি দোকানে আগুনের লেলিহান শিখা দেখে মসজিদের মাইকে প্রচার করে ও আমাকে সংবাদ দেয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমার দোকানের মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি বিভিন্ন সমিতি বা এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে ধারদেনা করে এই ব্যবসা চালিয়ে আমার সংসার চালাচ্ছিলাম। আমি কিভাবে সমিতির টাকা পরিশোধ করব এবং আমার সংসার চালাবো। আমার আর কোন ইনকামের সোর্স নাই। এবিষয়ে শ্যামনগর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-৭১৩।