বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় নূরনগরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি ও সম্পূর্ণ মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। গত ২৭ অক্টোবর শুক্রবার মধ্যরাতে উপজেলার নূরনগর ইউনিয়নের সৈয়েদালীপুর গ্রামের মৃত আমেদ আলী গাজীর পুত্র প্রতিবন্ধী মোঃ নূর ইসলাম গাজীর চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে ২ টি বসতবাড়ি সহ বাড়ির সংরক্ষিত সম্পুর্ন মালামাল আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায় এবং দুইটি পরিবারের সদস্যরা সকলে ঘুমন্ত থাকায় নূর ইসলাম গাজী ও তার তার স্ত্রীর মোছাঃ উজালা বিবি আগুনে পুড়ে অগ্নিদদ্ধ হয়ে আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বসতবাড়ির আগুন নেভানোর চেষ্টা করে এবং অগ্নিদগ্ধ দুইজনকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় নুর ইসলাম গাজীর রান্নাঘর, বসত ঘর সহ ঘরে সংরক্ষিত সমস্ত মালামাল অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয় ও নুর ইসলাম গাজীর স্বামী পরিত্যক্তা কন্যা নাদিরা বিবির রান্নাঘর, বসত ঘরে সংরক্ষিত ২২,৫০০/= টাকা, স্বর্ণ অলংকারসহ অন্যান্য মালামাল আগুনে পুড়ে উভয় পরিবারের প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। এঘটনা জানতে পেরে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বসতবাড়ি দুটি পরিদর্শন শেষে দৈনিক দৃষ্টিপাতকে জানান, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত স্বামী পরিত্যক্ত নাদিরা বিবি ও তার পিতা প্রতিবন্ধী নুর ইসলাম গাজীর দুইটি বসতঘরের সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উভয় পরিবারকে শ্যামনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং এলাকার বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। আগুনে পুড়ে বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে হতাশা গ্রস্থ ভাবে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এলাকাবাসী এই পরিবারে পাশে থাকার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় বিত্তশালীদের সাহায্য করার আহ্বান জানিয়েছে।