বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে ৪ দলীয় নকআউট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর সোমবার দুপুর ১টা থেকে ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ঈশ্বরীপুর শহীদ মিনার চত্বর আজাদ মঞ্চে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক শ্রোতাবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকা ও বিভিন্ন এলাকার নামীদামী খেলোয়াড়দের সমন্বয়ে নকআউট ভলিবল টুর্নামেন্টে শ্রীফলকাটি দি নিউ জেনারেশন ক্লাব বনাম খানপুর ভলিবল দল ও ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম গোয়ালপোতা যুব সংঘ এর মধ্যে অনুষ্ঠিত হয়। উভয় খেলায় হাড্ডা হাড্ডি লড়াই এর মধ্যে শ্রীফলকাটি দি নিউ জেনারেশন ক্লাবকে ২/০ সেটে পরাজিত করেন ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা আ’লীগের সহ-সভাপতি মাসুদা খানম মেধা, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, থানা পুলিশ পরিদর্শক তদন্ত সানোয়ার হোসাইন হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ অলিউর রহমান প্রমুখ। খেলায় সঞ্চালক হিসেবে ছিলেন জাগো যুবক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসেন। ধারাভাষ্যই ছিলেন মোঃ শাজাহান সিরাজ।