এম.আসাদ শ্যামনগর থেকে ॥ ‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলা ইয়ুথ এ্যাসোসিয়েশন উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮ টায় শ্যামনগরের হাসপাতাল মোড়ে র্যালি উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সাইদী হাসান । র্যালি পূর্বক সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট যুব সংগঠক মোমিনুর রহমান, আশিকুর রহমান, আবু মুসা, রমিজুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ, আমিনুর রহমান, রাশিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহিত মুন্না, সাইকেল র্যালিটি হাসপাতাল মোড় থেকে শুরু করে বাসস্ট্যান্ড-মাইক্রোস্ট্যান্ড-ডাকবাংলা মোড়-কলেজ মোড় মোড় প্রদক্ষিণ করে হায়বাতপুর মোড়ে এসে শেষ হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৮০ জন সাইকেল চালক এ র্যালিতে অংশ নেন।