বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় মাধ্যমিক ও দাখিল পর্যায়ের শিক্ষকদের সাথে সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বেলা ১২ টায় নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক ও দাখিল পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, শিক্ষকদের যাবতীয় সুযোগ সুবিধা বর্তমান সরকার দিয়েছে, ভবিষ্যতে আরও সুবিধা দেওয়ার জন্য কাজ চলমান আছে। অতি শিঘ্রই শিক্ষকদের সমুদয় দাবি এই সরকারই পূরণ করবে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর প্রতি নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।