বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। “মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় জেলেখালী ভাই ভাই সংঘের আয়োজনে সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) এর পক্ষ থেকে সংঘের নিজস্ব কার্যালয়ে প্রতিবছরের ন্যায় এবছরও শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলেখালি ভাই ভাইয়ের সংঘের উপদেষ্টা সীতা রানী পরমান্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য তাপস কুমার জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক সুদর্শণ কুমার বাপি, পরীক্ষিত কুমার মন্ডল, মনীন্দ্রনাথ মন্ডল, পরিমাল পরমাণ্য, সম্রাট কুমার মন্ডল, অনুপম কুমার আউলিয়া, পরেশ কুমার আউলিয়া, দীপন কুমার মন্ডল সহ সদস্যবৃন্দ। উল্লেখ জেলেখালী ভাই ভাই সংঘ ২০০৬ সাল থেকে দুঃস্থ অসহায় মানুষের জন্য বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় রোগীর জন্য আর্থিক সহায়তা, রক্তদান কর্মসূচি এবং শীতের সময় শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।