বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার ব্যবস্থাপনায় উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে একটি স্বাগত র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি এইচ এম মনিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শাখার সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি মাওঃ আবু বক্কার সিদ্দিক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ থানা শাখার সভাপতি এ্যাডঃ আবুজার উদ্দিন সহ ইসলামী ছাত্র আন্দোলন থানা এবং ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ। আলোচনা সভায় বক্তারা, মাহে রমজানকে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হচ্ছে, সেই দিকে সরকারকে সুদৃষ্টি রাখার অনুরোধ করেন। রমজান মাসে দিনের বেলায় সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখার ব্যবস্থা করতে এবং সকল প্রকার গান-বাজনা এবং অশ্লীলতা বেহায়াপনা থেকে সকলকে দূরে থাকার জন্য অনুরোধ করেন। আলোচনা শেষে দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।