বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্থাপনাসমূহ রক্ষণাবেক্ষণ ও পরিচালনা আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটি, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনা কমিটি এবং উপজেলা পর্যায়ে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, স্মৃতি সৌধ, বধ্যভূমিসহ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্থাপনাসমূহ (উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন) রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিষয়ক আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা একাডেমীক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুজ্জামান সোহাগ, থানা পুলিশ পরিদর্শক তদন্ত সানোয়ার হোসাইন মাসুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জনবীর মন্ডল প্রমুখ। প্রতিবন্ধী ভাতা শতভাগ সফল করার লক্ষ্যে প্রতিবন্ধীদেরকে উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদে আগামী ১০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান।