শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

শ্যামনগরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে এমপি প্রার্থী গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে মানববন্ধনের মাধ্যমে সাতক্ষীরা-০৪ আসনে এমপি প্রার্থী গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ (শ্যামনগর কালীগঞ্জ আংশিক) আসনে নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ এম গোলাম রেজা বিভিন্ন নির্বাচনী জনসভায় মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন এমসিএ ও এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ড এর আয়োজনে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি র‌্যালি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান সাবেক ছাত্রনেতা মোঃ ফারুক হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি সাবেক এমসিএ ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি স.ম বাহালুল মজনুন (রাজ), সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান ডলার, সাংগঠনিক সম্পাদক মেহবুব আলম সবুজ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের জন্য লড়াই করে এ দেশ স্বাধীন করেছি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক ছিলো বলে আমরা তার সাথে একত্রিত হয়ে দেশের জন্য যুদ্ধ করতে পেরেছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং তার প্রত্যায়নের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধা সনদ পেয়েছি। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন এমসিএ এবং এমপি। সাতক্ষীরা ৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ এম গোলাম রেজা বিভিন্ন নির্বাচনী জনসভায় উক্ত সংগঠক ও আমাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় গোলাম রেজাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। সেই সাথে শ্যামনগর ত্যাগ করার পরামর্শ দিচ্ছি অন্যথায় আমরা মুক্তিযোদ্ধা সংগঠন তার বিরুদ্ধে কঠোর কর্মসূচী গ্রহণ করার সীদ্ধান্ত করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com