এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টায় মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নকিপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুজিবর রহমানের পরিবারের জন্যে ১৩ লক্ষ ৪৩ হাজার ৬০০ টাকা মূল্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উপহার বীর নিবাস নির্মাণ কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল সহ গণমাধ্যম ব্যক্তিবর্গ। উলেখ্য উপজেলায় অসচ্ছল ১২ জন বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১২ টি বসবাসগৃহ বীর নিবাস তৈরি করা হবে। সাতক্ষীরা কদমতলার মেসার্স সাজিদ এন্টারপ্রাইজ ১ কোটি ৬১লক্ষ ২৩ হাজার ২০০ টাকা ব্যয়ে ৬০ দিনের মধ্যে কাজগুলি সম্পন্ন করবেন।