বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামে মুরগী খামারের দূর্ঘেন্ধে অতিষ্ট এলাকাবাসী, মুরগির বিষ্ঠা পার্শ্ববর্তী পুকুরে পড়ে পানি নষ্ট হচ্ছে ও মাছ মারা যাচ্ছে এবং বসবাস করতে অনেক সমস্যায় ভুগছেন এলকাবাসী। এবিষয়ে প্রতিবেশীর পক্ষ থেকে বাদঘাটা গ্রামের মোঃ আলাউদ্দিন, মোঃ সিরাজ ও মোছাঃ মরিয়ম খাতুন মুরগী খামার মালিক প্রবাসী মোঃ মিন্টুর স্ত্রী মোছাঃ জাবেদা খাতুনের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কাছে অভিযোগ জানায়। এ ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন দুই পক্ষের সাথে কথা বলে শুক্রবার বিকাল ৪টায় উক্ত এলাকা সরজমিনে পরিদর্শন করেন। এসময় বাদী বিবাদী সহ গ্রামবাসীর মতামতের ভিত্তিতে বিবাদীকে তার নিজের দূর্ঘন্ধ যুক্ত পুশকুনিটি ১ মাসের মধ্যে মাটি ভরাট করতে নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, ঘনবসতির মধ্যে এভাবে মুরগী খামার করলে আসপাশের বসতিদের অসুবিধা হওয়ায় স্বাভাবিক। তিনি মুরগির খামার মালিক ও স্থানীয় প্রতিবেশীদের সচেতন হওয়ার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য সাংবাদিক এস কে সিরাজুল ইসলাম সিরাজ, শিক্ষক পরিমল কুমার মন্ডল, আনছার আলী গাজী, অজিয়ার রহমান, আব্দুর রউফ গাজী, কৃষক সিরাজুল ইসলাম, সহরাব হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।