বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। গতকাল ৫ জুলাই বুধবার বেলা ১২ টায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর আয়োজনে পিকেএসএফ-এর শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে গণমুখী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অত্র এলাকার ৩৫ জন শিক্ষার্থীর মাঝে ১২,০০০/= টাকা করে সর্বমোট ৪,২০,০০০= টাকার চেক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে এনজিএফ এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনজিএফ এর পরিচালক মোঃ আলমগীর কবীর, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আল মামুন লিটন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল হামিদ।