বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জেলেদের হালনাগাদ তালিকা, ইউনিয়ন টাস্কফোর্স কমিটি কার্যকরী করা, অবৈধ জাল উচ্ছেদ সহ মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্যজীবী জেলেদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি উপজেলা শাখার আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশারাফ এর সভাপতিত্বে সমিতির নেতৃবৃন্দ উপরোক্ত দাবি-দাবার বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার উপরোক্ত দাবি দাবিগুলো যথাসম্ভব বাস্তবায়নের জন্য আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির রোহিত দাস মন্ডল, আব্দুর রশিদ বিশ্বাস, শেখ আবু সাঈদ, ইন্দ্রজিৎ মন্ডল, রফিকুল ইসলাম প্রমুখ।